স্টারমারকে তারেক রহমানের অভিনন্দন

তারেক রহমান/ফাইল ছবি

যুক্তরাজ্যের নির্বাচনে নিরঙ্কুশ জয়ী লেবার পার্টির নেতা কিয়ের স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় কিয়ের স্টারমারকে উদ্দেশ করে তারেক রহমান বলেছেন, ‘আপনার ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন।’

তারেক রহমান আরও লিখেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে শুভকামনা জানাই এবং আশা করি, আপনি গণতান্ত্রিক যুক্তরাজ্যের সমর্থনে সোচ্চার ভূমিকা পালন করবেন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আপনার সাফল্য কামনা করি এবং আশা করি, আপনি বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য যুক্তরাজ্যের সমর্থনে সোচ্চার ভূমিকা পালন করবেন।’

যুক্তরাজ্যের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩২৬ আসন। এবারের নির্বাচনে লেবার পার্টি এ পর্যন্ত জিতেছে ৪১০টি আসন। জয় নিশ্চিত হওয়ার পর সর্মথকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেনে স্টারমার। তিনি বলেছেন, ‘আমাদের রাজনীতিকে জনসেবায় ফিরিয়ে আনতে হবে।’

যুক্তরাজ্যে টানা ১৪ বছর পর ক্ষমতায় থাকার পর সরে গেল কনজারভেটিভ পার্টি। বিদায় নিতে হবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। ইতিমধ্যে তিনি পরাজয়ও মেনে নিয়েছেন।