যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী স্টারমারকে শেখ হাসিনার অভিনন্দন

নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক চিঠিতে প্রধানমন্ত্রী বলেছেন, দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক, জলবায়ু ও কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে স্টারমারের যোগ্য নেতৃত্বে লেবার পার্টির নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছে তার সরকার।

প্রধানমন্ত্রী চিঠিতে বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- ৭ লাখেরও বেশি প্রাণবন্ত ও উদ্যোগী বাংলাদেশি-ব্রিটিশ প্রবাসীর অমূল্য অবদান আমাদের দুই দেশের কল্যাণে একসঙ্গে কাজ লাগাতে হবে।’

লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

যুক্তরাজ্যে গত ৪ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে স্টারমারের দলের ঐতিহাসিক বিজয় এবং যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্বভার গ্রহণে বাংলাদেশ সরকার ও জনগণের আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং বিশ্বব্যাপী শান্তির প্রচারে আপনার নেতৃত্বের প্রতি ব্রিটিশ জনগণের বিশ্বাস ও বিশ্বাসের স্পষ্ট প্রমাণ এই জয়।’

চিঠিতে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি আপনার স্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করছি এবং এই মহান দায়িত্ব ও যুক্তরাজ্যের বন্ধুপ্রতীম জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।’