কোটাবিরোধীরা রাস্তায় নামলেই ব্যবস্থা: ডিএমপি

ফাইল ছবি

কোটাবিরোধীদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন বলেছেন, ‘যদি কোনো শিক্ষার্থী রাস্তায় নামে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘গত ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের নামে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন রাজধানীবাসীর দুর্ভোগের সৃষ্টি করেছে। তারপরও আমাদের পেশাদারিত্বের স্থান থেকে আন্দোলনের সুযোগ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘গতকাল উচ্চ আদালতের রায়ে কোটায় ৪ সপ্তাহের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ফলে, আমরা মনে করি তাদের আন্দোলনের যৌক্তিকতা হারিয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাই আমাদের অনুরোধ থাকবে মহানগরবাসীর দুর্ভোগ লাগবে শিক্ষার্থীরা তাদের আন্দোলন থেকে সরে আসবে। তবে এরপরেও যদি কোনো শিক্ষার্থী রাস্তায় নামে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’