কোটা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ার শেল

কোটা সংস্কারের দাবিতে কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোড অবরোধে যাওয়ার সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের ওপর টিয়ার শেল ছুড়েছে পুলিশ। পুলিশের ছোড়া টিয়ার শেলে একজন সাংবাদিকসহ দুজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উদ্দেশে শিক্ষার্থীরা রওনা দিলে আনসার ক্যাম্প সংলগ্ন রাস্তায় পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় দুই পক্ষে উত্তেজনা দেখা দিলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এতে দুজন আহত হন। দুজনকেই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।