পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীরা

কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবন অভিমুখে পদযাত্রা শুরু করেছেন শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্বঘোষিত গণপদযাত্রা নিয়ে বঙ্গভবন অভিমুখে রওনা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের এ কর্মসূচি ঘিরে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে ব্যারিকেড দিয়ে রাখেন পুলিশ সদস্যরা। সামনে এগোতে না পেরে সেখানে তারা বসে পড়েন। একপর্যায়ে তারা ব্যারিকেড ভেঙে বঙ্গবভনের দিকে রওনা হন।

রোববার (১৪ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে গুলিস্তানের জিরো পয়েন্টের পুলিশ ব্যারিকেড ভেঙে বঙ্গবভনের দিকে রওনা হন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে, দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে পদযাত্রা শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবেন।

স্মারকলিপিতে নতুন আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে ‘কোটা বৈষম্য’ দূর করতে জরুরি সংসদ অধিবেশন আহ্বান করার দাবি জানানো হবে।

বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে এক পুলিশ কর্মকর্তার দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানান। তারা মামলাটিকে ‘মিথ্যা ও বানোয়াট’ হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে এক সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেওয়া হয়।