মধ্যরাতে চবিতেও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা

মধ্যরাতে চবিতেও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মতো মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও (চবি) বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) রাত ১১টার পর বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ নিয়ে জড়ো হতে থাকেন তারা। ধীরে ধীরে শিক্ষার্থীদের সমাগম বাড়তে থাকে। এ সময় ‘চাইলাম অধিকার, হইলাম রাজাকার’, ‘তুমি কে, আমি কে-রাজাকার, রাজাকার’ স্লোগান শোনা যায়।

এদিকে রাত ১১টার পর হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাত সোয়া ১১টার পর রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।
 
সরেজমিনে দেখা যায়, ছাত্ররা হল থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিল করছেন। রোকেয়া হলের তালা ভেঙে ছাত্রীরা রাজু ভাস্কর্যে ছুটে আসেন। তাদের হাতে চামচ-বাটি দেখা যায়। সেগুলো বাজিয়ে স্লোগান দিচ্ছেন তারা। ‘ছাত্র সমাজ জেগেছে’, ‘তুমি কে আমি কে-রাজাকার রাজাকার’ স্লোগানে মুখোরিত পুরো ক্যম্পাস।

আজ বিকেলে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রশ্ন তোলায় কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতি-পুতিরা চাকরি পাবে? এটি দেশবাসীর কাছে আমার প্রশ্ন।