তালা ভেঙে সড়কে জবি ছাত্রীরা

তালা ভেঙে সড়কে জবি ছাত্রীরা

কোটা সংস্কার আন্দোলনের প্রতি অবজ্ঞা প্রদর্শন ও বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল নিয়ে রাজপথে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) মধ্যরাতে বিক্ষোভ মিছিলের উদ্দেশ্যে একে একে ক্যাম্পাসে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা।

এসময় জবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের মেয়েরা গেটের তালা খুলতে না পেরে গেস্ট রুমের পাশের দরজা ভেঙে সড়কে বের হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে।

প্রতিবেদনটি লেখার সময় বিক্ষোভ মিছিলটি পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে অবস্থান করতে দেখা যায়।

আজ বিকেলে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রশ্ন তোলায় কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতি-পুতিরা চাকরি পাবে? এটি দেশবাসীর কাছে আমার প্রশ্ন।