ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানালেন যে তারকারা

কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত অঙ্গনের অনেক তারকাই ফেসবুকে পোস্ট করেছেন। আবার অনেকে চুপও থেকেছেন। সম্প্রতি ছাত্রলীগের হামলার পর বেশ কয়েকজন তারকা সরব হয়েছেন।

কোটা সংস্কারের আন্দোলনে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু নারীকে মারধর করা হয়। তার প্রতিবাদে পরীমনি লিখেছেন, ‘নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।’

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সোচ্চার পরিচালক ও অভিনেতা সুমন আনোয়ার। তিনি গতকাল ফেসবুক পোস্টে লিখেছেন, ‘দেশটা তাহলে শুধুই আপনাদের, আমরা ধৈঞ্চা? আসলে যেখানে দায়িত্ব শব্দটা “ক্ষমতা” হিসেবে ব্যবহার হয়, সেখানে নাগরিক ধৈঞ্চা’ আজ সকালে তিনি আবার লিখেছেন, ‘দুর্দান্ত ঢাকা উত্তেজিত দেশ, ঘুরে দাঁড়াবেই বাংলাদেশ।’

সাউন্ড রেকডিস্ট ও নির্মাতা শারমীন দোজা আন্দোলন নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘এ-দেশের নাড়িতে-নাড়িতে অস্থিমজ্জায় যে পচন ধরেছে, তাকে এর একেবারে ধ্বংস না হলে নতুন জাত গড়ে উঠবে না।’

অভিনেতা নিলয় আলমগীরও দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি লিখেছেন, ‘আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান ও ভালোবাসা আপনি সব সময় দেখিয়েছেন, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ...।’

নাট্য নির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদীপ সাংস্কৃতিক কর্মী হিসেবে কোটা সংসার আন্দোলন নিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আপনি সংস্কৃতিকর্মী? আপনি প্রগতিশীল? আপনি নিরীহ–নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার বিরুদ্ধে একটা শব্দও উচ্চারণ করেছেন!’

‘ওরা ৭ জন’ সিনেমার পরিচালক খিজির হায়াত খান লিখেছেন, ‘লাঠিয়াল বাহিনী ছাত্রলীগকে আমাদের দেখিয়ে দেওয়ার জন্য এ দেশটা এই মুহূর্তে শুধু আওয়ামী লীগ আর ছাত্রলীগের। আপনাদের শিল্পকর্ম টাইম লাইন এ থাকল। একদিন এই দেশটা আবার স্বাধীন হবে জেনে রাইখেন।’