সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

সরকারি চাকরিতে কোট সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই এলাকায় মঙ্গলবার (১৬ জুলাই) দুইজনের মৃত্যু হলো। তাৎক্ষণিকভাবে এ দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

সর্বশেষ সন্ধ্যা ৭টার দিকে আহত একজনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই ব্যক্তি সিটি কলেজের সামনে আহত অবস্থায় পড়ে ছিলেন, পথচারীরা তাকে উদ্ধার করে পপুলার হাসপাতালে নিয়ে যায়।

সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, পরনে জিন্স প্যান্ট ও কালো টি-শার্ট রয়েছে বলে জানান বাচ্চু মিয়া।

এর আগে বিকেলে একই এলাকার ঢাকা কলেজের সামনে থেকে আহত আরও একজনকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।  দুটি মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ নিয়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।