হাজি সেলিমকে ধাওয়া, গাড়ি ভাঙচুর

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) হাজি সেলিমকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনকারী ধাওয়া দিয়েছে। তাদের ধাওয়ার কবলে ফুটপাতে পড়ে যান আওয়ামী লীগের এ নেতা।

মঙ্গলবার ল্যাব এইড হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন হাজি সেলিম। 

এ সময় হাজি সেলিমকে ভুয়া ভুয়া বলে সম্বোধন করেন আরেন্দালনকারীরা। আন্দোলনকারীদের অবরোধের মুখে হেঁটে রাস্তা পার হতে বাধ্য হন হাজি সেলিম ও তার সঙ্গীরা। তিনি হাঁটতে থাকলে আন্দোলনকারীরা তাকে ঘিরে ধরেন। তাদের থেকে বাঁচতে জোরে হাঁটা দেন হাজি সেলিম। আন্দোলনকারীরাও তার পিছু নেয়। তাকে ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন তারা। এ সময় তার সঙ্গীদের সঙ্গে আন্দোলনকারীদের কথা কাটাকাটিও। তারা হাজি সেলিমের সঙ্গে থাকা গাড়ি দুটিও আটকে রাখে। 

পরে উত্তেজিত আন্দোলনকারীরা তার গাড়ি ভাঙচুর করে। এ সময় তিনি দৌড়ে ল্যাব এইড হাসপাতালে আশ্রয় নেন। দৌড়ে যাওয়ার সময় ফুটপাতে পড়ে গেলে তাকে তুলে ধরে হাসপাতালের ভিতরে নেওয়া হয়।