ঢাবির সব হল সাধারণ শিক্ষার্থীদের দখলে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল দখলে নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর ৫টার মধ্যে হলগুলোর দখল নেয় তারা।

বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা জানান, সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি তারা।

হলগুলোতে ছাত্রলীগের যেসব নেতা-কর্মী ছিলেন তারা বর্তমানে আজিমপুর, কলাবাগান, ধানমন্ডিসহ আশপাশের এলাকায় আশ্রয় নিয়েছে।

এদিকে মঙ্গলবার সারাদেশে পুলিশ ও ছাত্রলীগের গুলিতে ৬ সাধারণ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসময় গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবে তারা।

এই কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে নিরাপত্তা চৌকি বসিয়েছে পুলিশ। সেখান থেকে আইডি কার্ড চেক করে সাধারণ মানুষকে প্রবেশ করতে দিচ্ছে। তবে সন্দেহ ভাজনদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কার্যত শুনশান।  কোথাও ছাত্রলীগের কোনো জটলা চেখে পড়েনি।