মাওয়া পয়েন্টে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে ।

বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা পদ্মা সেতু উত্তর থানার সামনে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা পদ্মা সেতুর সংযোগ সড়ক অবরোধ করে। এতে করে দুপাশে আটকা পড়ে যানবাহন।

পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়ে। পরে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পদ্মা সেতু উত্তর থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই শিউলি বলেন, সেতুতে ৩০ মিনিটের বেশি সময় ধরে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।