বাংলাদেশের ছাত্র বিদ্রোহের প্রতি সর্বভারতীয় ছাত্র সংঘের সংহতি

বাংলাদেশে চলমান কোটাবিরোধী আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে সর্বভারতীয় ছাত্র সংঘ বা অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)।

সংঘের সভাপতি নীলাশিষ বসু ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ কুমার বলেন, আমরা বাংলাদেশের সংগ্রামী ছাত্র ও তরুণদের সাথে সংহতি প্রকাশ করছি।

আইসা গত ১৮ বছর ধরে ভারতের প্রথম সারির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়র ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন পদে বিজয়ী হয়ে আসছে।

বিবৃতিতে নীলাশিষ ও প্রসেনজিৎ বলেন, বাংলাদেশ সরকার তরুণদের জন্য সম্মানজনক চাকরির সুযোগ-সুবিধা তৈরী করতে ব্যর্থ হয়েছে, ঠিক যে রকম দুর্দশাগ্রস্ত অবস্থায় ভারতের তরুণ-তরুণীরাও দিনাতিপাত করছে।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ রড, লাঠি ও ঢিল নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। আইসা বৈষম্যমূলক কর্মসংস্থান নীতির বিরুদ্ধে, মর্যাদাপূর্ণ এবং নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতের এ আন্দোলনে সমর্থন জানাচ্ছে।