থানা থেকে দুই ছাত্রকে ছাড়িয়ে নিলেন ঢাবি শিক্ষকরা 

ঢাবিতে ছাত্রলীগের নেতাকর্মীদের জিনিসপত্র কক্ষ থেকে বাইরে ফেলে দেয় শিক্ষার্থীরা

কোটা বিরোধী দুই সাধারণ শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষকরা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলেন নেতৃত্বে চারজনের একটি দল দুপুর ১২ টার দিকে শাহবাগ থানায় ঢুকে শরিফুল ইসলাম ও মেহেদী হাসান নামের ওই দুই শিক্ষার্থীকে নিজেদের জিম্মায় নিয়ে নেন। তাদের দুজন ঢাবির প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। 

এর আগে মঙ্গলবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেন। এরই অংশ হিসেবে তারা সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গেও তারা কথা বলেন। 

পরে সকালে পুলিশের হাতে আটক দুই সাধারণ শিক্ষার্থীকে শাহবাগ থানায় রাখা হয়েছে এমন খবর পাওয়ার পর তারা সেখানে ছুটে যান। এসময় পুলিশের সঙ্গে কথা বলে তাদের ছাড়িয়ে আনেন ওই শিক্ষকরা।