ঢাবিতে গায়েবানা জানাজা ঠেকাতে রণসাজে পুলিশ-বিজিবি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত গায়েবানা জানাজা ও কফিন মিছিল ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রণ সাজে অবস্থান নিয়েছে পুলিশ ও বিজিবি।

আজ বুধবার দুপুর ২টায় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের এই কর্মসূচী পালনের কথা। কিন্তু এর আগেই রাজু ভাস্কর্যকে ঘিরে চারিদিকে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।

সরেজমিনের দেখা গেছে, রাজু ভাস্কর্যকে ঘিরে শাহবাগ, দোয়েল চত্বর থেকে শহীদ মিনার ও নীলক্ষেত সড়কে শত শত পুলিশ বিজিবি রায়টকার, জল কামান নিয়ে অবস্থান করছে। তাদের সঙ্গে মহিলা ও দাঙ্গা পুলিশেরও ব্যাপক উপস্থিতি রয়েছে।

এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী কফিন মিছিল ও গায়েবানা জানাজায় যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে দেখা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের। তবে প্রবেশ পথের সবগুলো পয়েন্টে তাদের আটকে দেওয়া হয়েছে। কেবলমাত্র যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের আইডি কার্ড চেক করে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে বলে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।