ঢাবিতে কোণঠাসা ‍পুলিশ

কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন দমাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোণঠাসা হয়ে পড়েছে পুলিশ। বুধবার (১৭ জুলাই) সকাল থেকে পুলিশ ও বিজিবি যৌথভাবে নিয়ন্ত্রণে নেয় পুরো ক্যাম্পাস। এসময় তারা ক্যাম্পাসের রাজু ভাস্কর্য এলাকাকে ঘিরে রাখে।

দুপুরের পরে ভিসি চত্ত্বর থেকে কয়েক হাজার শিক্ষার্থীর মিছিলকে ঘিরে ব্যাপক সাউন্ড গ্রেনেড মারে পুলিশ। পরে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

এরপর বিকেল চারটার পর শিক্ষার্থীরা পুনরায় ভিসি চত্ত্বরের দিকে জড়ো হতে শুরু করে। এসময় পুনরায় সাউন্ড গ্রেনেড মেরে নিয়ন্ত্রণ নিতে গেলে শিক্ষার্থীরা প্রবল প্রতিরোধ গড়ে তোলে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ক্যাম্পাসে অনেকটাই কোনঠাসা অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

এদিকে ক্যাম্পাসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশি তোপের মুখে পড়েছেন সংবাদ কর্মীরাও। সাধারণ শিক্ষার্থীদের সংবাদ বেশি গুরুত্ব দিচ্ছে এমন অভিযোগে দুই দফায় সংবাদ কর্মীদের ওপর ককটেল ও সাউন্ড গ্রেনেড চার্জ করে। এতে বেশ কয়েকজন সংবাদ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।