সন্ধ্যা হলেই গ্রেফতার অভিযানে নামবে পুলিশ

কোটা বিরোধী আন্দোলন দমাতে গ্রেফতার অভিযানে নামছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকেই এই অভিযান পরিচালিত হবে বলে ডিএমপির একটি সূত্র দ্য মিরর এশিয়াকে নিশ্চিত করেছে। অভিযানের নেতৃত্বে থাকবে গোয়েন্দা পুলিশ-ডিবি।

সূত্র জানায়, ইতিমধ্যেই কাদেরকে গ্রেফতার করা হবে সেই তালিকা চূড়ান্ত করা হয়েছে। যেসব শিক্ষার্থী কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাদের অনেকের বিরুদ্ধেই দেশের কোথাও কোনো মামলা নেই। ফলে এসব শিক্ষার্থীদের গাড়ি পোড়ানো, পুলিশের ওপরে হামলা ও নাশকতার অভিযোগে মামলায় গ্রেফতার দেখানো হবে।

সূত্রটির ভাষ্য, মামলার প্লট তৈরি করতে মঙ্গলবার রাতে রাজধানীতে দুটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। ওই মামলায়ই আটকের পর ছাত্রদের গ্রেফতার দেখানো হবে।

এর আগে বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মাকসুদ কামালের সঙ্গে দেখা করেন ডিবি প্রধান হারুন অর রশিদ।

ডিবি সূত্র জানিয়েছে, ভিসির নির্দেশনা অনুয়ায়ি রাত ৮টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হলে অভিযান চালাবে পুলিশ।তারা ওপরের নির্দেশে যে কেনো মূল্যে রাতের মধ্যে হলগুলো ফাঁকা করার কৌশল নিয়ে নিজেদের মধ্যে বৈঠক করছেন বলে জানায় ওই বৈঠকে অংশ নেয়া একটি সূত্র।