জাবিতে অ্যাম্বুলেন্স আটকেও পুলিশের গুলি, আহত অনেক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ব্যাপক হামলা চালিয়েছে পুলিশ। সেখানে শিক্ষার্থীদের ওপর মুহুর্মুহু গুলি চলছে।

পুলিশের টিয়ারশেলে আহত হয়েছেন বহু শিক্ষার্থী। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। 

কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এর মধ্যে আহতদের এনাম মেডিকেলে নেওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে অ্যাম্বুলেন্স আটকে দেয় পুলিশ। সেখানেও গুলি করা হয়। এসময় পেশাগত দায়িত্বপালনরত সাংবাদিকদের ওপরও হামলা চালায় পুলিশ।

বুধবার বিকেলে শহিদ মিনার প্রাঙ্গণে গুলি ছুড়তে শুরু করে পুলিশ।