যাত্রাবাড়ী টোল প্লাজা, আওয়ামী লীগ অফিসে বিক্ষুদ্ধ জনতার আগুন
রাজধানীর যাত্রাবাড়ী, শনির আখড়া, কাজলা এলাকায় পুলিশের সঙ্গে কোটাবিরোধী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষুদ্ধ জনতা হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা, যাত্রাবাড়ী আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে।
বুধবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে এ প্রতিবেদন লেখা সংঘর্ষ চলছে। শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। শনিরআখড়ার কাজলায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়া হয়েছে।
এর আগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় হামলা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রাতে কয়েক'শ শিক্ষার্থী থানার ভেতরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষও যোগ দিয়েছেন বলে জানা গেছে।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই সাজ্জাদ হোসেন বলেছেন, এই মুহূর্তে এখানে গ্যাঞ্জাম হচ্ছে। পরে বিস্তারিত বলতে পারবো।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি বিষয়টি স্বীকার করেননি। তবে এই থানার সাবেক ওসি ফরমান আলী গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দিনে থানা এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এসময় পুলিশ তাদের হটিয়ে দেয়। সন্ধ্যার তারা একযোগে থানায় হামলা চালায় বলে তিনি জানতে পেরেছেন।