‘শিক্ষার্থীদের রক্তের ওপর দিয়ে কোনো সংলাপ হবে না’

সরকারের সঙ্গে আপোষের গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।দুপুরের আগ থেকে সময় টিভি, একাত্তর টেলিভিশন ও ডিবিসি সরকারের সঙ্গে সংলাপে রাজি সাধারণ শিক্ষার্থীরা-এমন সংবাদ প্রচার করে। বিষয়টি নজরে এলে তার তীব্র প্রতিবাদ জানানো হয় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, টেলিভিশনের সংলাপ নিয়ে যে সংবাদ প্রচারিত হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া। আমরা সাধারণ শিক্ষার্থীদের রক্তের ওপর দিয়ে কোনো প্রকার সংলাপে যাচ্ছি না। 

এদিকে সংলাপের বিষয়টি নাকোচ করে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য নেতারাও। তারা তাদের ফেসবুক পেজে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।