চ্যানেল টোয়েন্টিফোরের সম্প্রচার বন্ধ

পুলিশ ও ছাত্রলীগের গুলিতে ১১ জন মৃত্যুর খবর দেওয়ার কারণে বেসরকারি চ্যানেল টোয়েন্টিফোরের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বন্ধ করে বিটিআরসি।

একই সঙ্গে বাংলা ভিশন, এনটিভি এবং দেশ টিভি বন্ধ করে দেওয়া হয়। তবে কয়েক মিনিটের মধ্যেই আবার সম্প্রচারে আসে চ্যানেলগুলো।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিছুক্ষণের জন্য সম্প্রচার বন্ধের মাধ্যমে সরকারের কথামতো ওই চারটি চ্যানেলের কার্যক্রম চালানোর সংকেত দেওয়া হয়েছে।