বঙ্গভবন বা গণভবনে কোনো প্রতিনিধি যায়নি: রিফাত রশীদ 

কোটা সংস্কার আন্দোলন। ফাইল ছবি

সরকারের সঙ্গে আলোচনার জন্য বঙ্গভবন বা গণভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো প্রতিনিধি যায়নি বলে দ্য মিরর এশিয়াকে নিশ্চিত করেছেন আন্দোলনের অন্যতম প্রতিনিধি রিফাত রশীদ।

বুধবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় মিরর এশিয়াকে তিনি জানান, সরকারের আজ্ঞাবহ কয়েকটি টেলিভিশন চ্যানেল শুরু থেকে এ আন্দোলন ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টায় আছে। তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে ছাত্রলীগের কাউকে আমাদের প্রতিনিধি সাজিয়ে বঙ্গবভন বা গণভবনে নিয়ে গিয়ে আন্দোলনকে ভিন্নপথে নিয়ে যেতে চাইতে পারে। কিন্তু আমাদের ঘোষণা পরিষ্কার। অসংখ্য শিক্ষার্থীর রক্ত মাড়িয়ে আমার সরকারের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না। 

তিনি বলেন, কোটা সংস্কার ও শিক্ষার্থী হত্যার প্রতিবাদে আন্দোলন চলবে। এ আন্দোলন এখন এদেশের আপামর জনসাধরণের। কেউ চাইলেই কারো সঙ্গে কোনো আপসের সুযোগ নেই।