রাতেই সেনাবাহিনী নামাতে পারে সরকার

কোটা বিরোধী আন্দোলন ঘিরে সারাদেশে ব্যাপক প্রাণহানির ঘটনায় উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় বুধবার রাতেই সেনাবাহিনী নামানোর পরিকল্পনা করছে সরকার। সরকারের একটি সূত্র দ্য মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছে।  

সূত্রটি জানায়, বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বর্তমানে দরকষাকষি চলছে। সেনাবাহিনী কি নির্বাহী ক্ষমতাসহ মাঠে নামবে না সরকারের স্টিয়ারিং ফোর্স হিসেবে আন্দোলন দমনে কাজ করবে; সে বিষয়ে আলোচনা চলছে। 

তবে ওই সূত্রটির ভাষ্য, পুলিশের গুলিতে সারাদেশের ব্যাপক প্রাণহানির ঘটনাকে নজিরবিহীন হিসেবে মনে করছেন পুলিশের অধিকাংশ কর্মকর্তা। আন্দোলন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে বলেও রাষ্ট্রপতির কাছে মতামত তুলে ধরেন তারা।

এর আগের এক খবরে জানা যায়, ঢাকা ক্যান্টমেন্ট থেকে ১৫টি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) গাড়ি মিরপুর এলাকার দিকে এগিয়ে যাচ্ছে।