দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ, সংর্ঘষ চলছে

বুধবার বিক্ষোভের ছবি

সরকারি চাকুরিতে কোটা সংস্কার এবং শুক্রবার পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ ও সংঘর্ষ চলছে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকার মোহাম্মদপুর, উত্তরায় বিক্ষুদ্ধ শিক্ষার্থী সমবেত হয়ে মিছিল করছে। এসময় পুলিশ বাধা দিতে আসলে সংঘর্ষ শুরু  হয়। এছাড়া যাত্রাবাড়ী, মেরুল বাড্ডা, রামপুরা, মালিবাগে ছাত্র জনতা বিক্ষোভ প্রদর্শন করছে। ঢাকা রাজপথে মানুষজনের চলাচল কম। যানবাহন তেমন চলছে না। 

ঢাকার বাইরে ভৈরবে বিক্ষুদ্ধ জনতা পুলিশ বক্সে আগুন দিয়েছে। আশুগঞ্জে মিছিল হচ্ছ। নারায়নগঞ্জে ছাত্র জনতা রাজপথে পুলিশকে প্রতিহত করছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আবরোধ করেছে শিক্ষার্থী। এছাড়াও দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ হয়েছে।

দুপুরের পর ঢাকা মহানগর পুলিশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।