এত প্রাণহানির পর আলোচনার পথ আর খোলা নেই, আন্দোলন চলবে: সমন্বয়ক নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, এত প্রাণহানির পর আলোচনার পথ আর খোলা নেই। ছাত্র হত্যার বিচার করা না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যম বিবিসি বাংলাকে তিনি এসব তথ্য জানান।

নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন, “আন্দোলনের বিষয়টি আর কোটা সংস্কারে নেই। এই যে শিক্ষার্থীদের গুলি করে মারা হল, সাধারণ মানুষের ক্ষয় ক্ষতি হয়েছে, আবাসিক হলগুলো থেকে আমাদের বিতাড়িত করা হয়েছে আমরা এর বিচার দাবি করছি।”

তিনি জানান, শিক্ষার্থীদের এই আন্দোলন আরো চলবে। তবে নতুন কর্মসূচি শিগগিরই জানানোর কথাও বলেছেন তিনি।