কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদকে গুম করার অভিযোগ

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে সরকার গুম করেছে বলে তার পরিবার ও বন্ধুরা অভিযোগ করেছে। শুক্ররাত শেষ রাতে নাহিদকে ঢাকার নন্দীপাড়ার বাসা থেকে সাদা পোষাকের পুলিশ আটক করে নিয়ে যায়। এরপর থেকে নাহিদ ইসলামের খোঁজ পাওয়া যাচ্ছে না। 

নাহিদের বাবা বদরুল ইসলাম জানান, আটকের সংবাদ শুনে তিনি আইন শৃংখলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু থানা পুলিশ তাকে কিছু জানায়নি। ঢাকা মেট্রোপলিটন পুলিশও  নাহিদকে আটকের বিষয়টি স্বীকার করেনি। 

কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা মনে করছেন, নাহিদ ধরে নিয়ে সরকার গুম করে রেখেছে। আন্দোলনকারীদের মনোবল ভেঙে দিতে সরকার এটা করতে পারে। অবশ্য আটক হওয়ার আগে নাহিদ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। 

এদিকে নাহিদ ছাড়াও বিএনপি নেতা নজরুল ইসলাসম খান ও গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরকে আটক করেছে বলে জানা গেছে।