উত্তরা ও গাবতলীতে একাধিক পুলিশ সদস্য নিহত

বাংলাদেশে বিক্ষুদ্ধ জনতা কারফিউ মানছে না। ঢাকাসহ বিভিন্ন জায়গায় কারফিউ ভঙ্গ করে বিক্ষুদ্ধ শিক্ষার্থী জনতা রাজপথে অবস্থান নিয়েছে।

নেত্র নিউজ জানিয়েছে উত্তরা ও গাবতলীতে একাধিক পুলিশ সদস্য নিহত হয়েছে। অসমর্থিত সূত্র জানিয়েছে দুই পুলিশকে বিক্ষোভকারীরা হত্যা করে গাবতলী বাস টার্মিনালে ঝুলিয়ে রেখেছে। 

রামপুরা, বাড্ডা, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুরে বিক্ষোভ অব্যাহত আছে। দুপুরের কয়েক জায়গায় বিক্ষোভকারীদের সংখ্যা বেড়েছে। রামপুরায় কয়েকহাজার মানুষ বিক্ষোভ করছে। মিরপুর ১০ নম্বরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষ হয়েছে। উত্তরা থানায় আগুন দিয়েছে বিক্ষোভকারী। সেখানে সাদা পোষাকের লোকজনে গুলিতে তিনজন নিহত হয়েছে।

সারাদেশে দুই একটি জায়গা ছাড়া সেনাবাহিনীতে তেমন মারমুখি দেখা যায়নি। চট্টগামের বদ্দারহাটে বিক্ষুদ্ধ জনতা সেনাবাহিনীর একটি সামরিক বাহন আটকে দিয়ে ঘুরিয়ে দিয়েছে। 

ময়মনসিংহের গৌরিপুরে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছে। বিক্ষুদ্ধ জনতা পুলিশের তিনটি গাড়ি পুড়িয়ে দিয়েছে।