সন্ধ্যায় উর্ধ্বতন সেনা কর্মকর্তাদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকায় বিক্ষোভের ছবি

উদ্ভূত পরিস্থিতি সন্ধ্যায় উর্ধ্বতন সেনা কর্মকর্তাদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সেনা টহলে কারফিউ ভঙ্গ করে আন্দোলনকারীরা ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে। পুলিশের গাড়ীতে আগুন দিয়েছে। সেনাবাহিনীর গাড়ির আটকে দিয়েছে। তবে সেনাবাহিনীকে কোথাও মারমুখী অবস্থায় দেখা যায়নি। 

শনিবারও পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রনে ছিল না। জনমনে নানাভাবে ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করলেও জনাসাধারণকে আটকে রাখা যাচ্ছে না। গত দুইদিনে প্রবল বিক্ষোভের মুখে পড়েছে সরকার। বিক্ষোভকারীদের হামলায় একাধিক পুলিশ সদস্য নিহত হয়েছে। হামলা নিহত হয়েছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের পিএস। থানায় হামলা হচ্ছে। আগুন দিচ্ছে জনতা। পুরনো ঢাকায় আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের বাড়িতে আগুন দেওয়ার তথ্য পাওয়া গেছে। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর নানক ও বাহাউদ্দিন নাসিনের বাসায়ও বিক্ষুদ্ধরা হামলা করেছে বলে জানা গেছে। 

এই অবস্থায় প্রধানমন্ত্রী উর্ধ্বতন সেনাকর্মকতাদের গণভবনে ডাকলেন বলে আমাদের ঢাকা অফিস জানিয়েছে। উর্ধ্বতন কর্মকর্তা ছাড়া সব জিওসিদের গণভবনে ডাকা হয়েছে।