৫শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ১ শতাংশ তৃতীয় লিঙ্গের জন্য রাখার রায়

উচ্চ আদালতের আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করেছে। একই সঙ্গে কোটা ব্যবস্থা সংস্কার করে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, ১ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ১ শতাংশ তৃতীয় লিঙ্গের জন্য রাখার রায় দিয়েছে। ফলে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের কথা রায়ে বলা হয়েছে। 

রবিবার শুনানী শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই রায় প্রদান করে। আদালতের রায়ে বলা হয়েছে, রায় সংক্রান্ত প্রজ্ঞাপন আজকেই জারি করতে হবে, এই রায় মানা বা না মানা নির্বাহী বিভাগের বিষয়। সরকার ইচ্ছা করলে কোটা বাড়াতে কমাতে পারবে বলে রায়ে বলা হয়েছে।

একই সঙ্গে আদালত শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার কথা বলেছে।