মার্কিন নাগরিকদের জন্য ৪ মাত্রার অ্যালার্ট জারি করেছে মার্কিন দূতাবাস

ঢাকায় চলমান আন্দোলনের ছবি

ঢাকায় অঘোষিত রেট অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা গেছে। কারফিউ জারির পর জনসাধারণ তা না মেনে রাজপথ দখলে রাখায় সরকার এই উদ্যোগ নিয়েছে। জনবিক্ষোভ ঠেকাতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এমনকি ঢাকা জনশূণ্য করার পরিকল্পনাও করছে সরকার। এর আগে সরকারের একজন মন্ত্রী জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে। 

ওদিকে ঢাকা অবস্থান করা মার্কিন নাগরিকদের ৪ মাত্রার নিরাপত্তা অ্যালার্ট জারি করে ঢাকাস্থা মার্কিন দূতাবাস। বাংলাদেশে চলমান আন্দোলন ও সহিংসতার প্রেক্ষিতে মার্কিন দূতাবাস এই অ্যালার্ট জারি করেছে।