আহতদের ধরতে হাসপাতালে হাসপাতালে অভিযান

রাজধানী ঢাকাসহ সারাদেশে সহিংসতায় আহতদের গ্রেপ্তার করতে হাসপাতালে হাসপাতালে অভিযান পরিচালনা করছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বুধবার দুপুর থেকে এই অভিযান শুরু হয়েছে বলে দ্য মিরর এশিয়াকে জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের একজন কর্মকর্তা।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, সহিংসতায় অংশগ্রহণ করা আন্দোলনকারীদের অনেকেই পুলিশের গুলিতে আহত হয়েছে। তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। আন্দোলন দমাতে এখন এখন আহতদের আটক করা হবে। এতে তাদের মধ্যে ভয় সৃষ্টি হতে পারে।

এসব বিষয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে জানান, রাজধানীর বিভিন্ন হাসপাতালে আহতদের গ্রেপ্তার করা হলে আন্দোলনের বেগ আরো কমে যাবে। এ লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতালসহ যাত্রাবাড়ী, উত্তরা, বাড্ডা ও প্রতিটি ইসলামী হাসপাতালে অভিযান চালিয়ে আহতদের গ্রেপ্তার করতে হবে।

আদেশ পেয়েই পুলিশ বুধবার দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় হাসপাতালে অভিযান চালিয়ে অর্ধশত আহতকে আটক করেছে।

ডিবি পুলিশের এক এডিসি জানান, তারা দুপুরে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালসহ অনেক হাসপাতালে অভিযান চালিয়েছে। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও ক্রাইম পুলিশ কতজন আহতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তার সঠিক পরিসংখ্যান এই মুহূর্তে জানানোর সুযোগ নেই।