গভীর রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলেম ওলামাদের সঙ্গে বৈঠক

ফাইল ছবি


শুক্রবার জুমার নামাজের পর পরিস্থিতি ঠেকাতে বৃহস্পতিবার গভীর রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলেম ওলামাদের সঙ্গে বৈঠক করেছে সরকার। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য মিরর এশিয়াকে জানিয়েছে, বৈঠকে সরকারের পক্ষ থেকে সেনা প্রধানের একজন প্রতিনিধি, আইজিপি, ডিজি র্যাব, সব গোয়েন্দা সংস্থার প্রধান, ডিএমপির কমিশনার উপস্থিত ছিলেন। 

বৈঠকে শুক্রবার কি করতে হবে তা আলেম ও ওলামাদের বুঝিয়ে বলা হয়। আলেম ওলামাদের সরকারের নির্দেশ মানার পরামর্শ দেওয়া হয়। 

সরকার আংশকা করছে শুক্রবার জুমার নামাজের বড় ধরনের বিক্ষোভ হতে পারে। 

আলেদা ওলামাদের সঙ্গে বৈঠক ছাড়াও বর্তমান পরিস্থিতি, সাইবার সিকিউরিটি, সহিংসতা নিয়ে আলাপ করা হয়। এতে বলা হয়, বিভিন্ন জায়গায় পুলিশের গুলিতে বিক্ষোভকারী নিহত হওয়ার সরকারের বিরুদ্ধে ক্ষোভ রিরাজ করছে। ক্ষোভ প্রশমনের বিভিন্ন উপায় নিয়েও আলোচনা করা হয়।