গুম হওয়ার শঙ্কা করছেন সাংবাদিক আদীব

গুম হওয়ার শঙ্কা করছেন সাংবাদিক ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব।

শনিবার তিনি এক ইমেইল বার্তায় বলেন, আমার ও পরিবারের জীবন নিয়ে শঙ্কিত। আইনশৃঙ্খলা বাহিনী বারবার আমাকে গুম করার চেষ্টা করছে। কোটা সংস্কার আন্দোলন ও আন্দোলনের নেতৃত্বদের নিয়ে সংবাদ প্রকাশ করায় আমাকে গুম করার চেষ্টা করছে। ২৪ জুলাই, রাত ৭ টার দিকে সাদা পোষাকে গুলশানে একটি অফিসের নিচ থেকে আমাকে গুম করার চেষ্টা করা হয়। কিন্তু আমাকে ধরতে না পেরে রাত ১০ টায় আমার বাসায় সাদা পোশাকে গিয়ে বাড়ির লোকদের জিজ্ঞাসাবাদ করেছে। পরবর্তীতে রাত ২ থেকে ৫ টা পর্যন্ত ৫/৬ জন পুলিশ আমার বাসার নিচে টহল দিয়েছে

তিনি জানান, ২৬ তারিখ কর্মস্থল প্রতিদিনের বাংলাদেশের অফিসে রাত ৪ টায় অর্ধশতাধিক র‍্যাব সদস্য রেইড দিয়ে অফিসে তল্লাশি করে এবং অফিসের ডকুমেন্টস ও হার্ড ডিস্ক নিয়ে যায়। এ সময় তারা অফিসের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের মারধর করা হয়য়।


ওই ইমেইল বার্তায় তিনি বলেন, আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমি সবার সহযোগিতা কামনা করছি। 

উল্লেখ্য, আদীব ছাড়াও বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীর বাড়িতে গোয়েন্দা পুলিশ হানা দিয়েছে বলে জানা গেছে। দ্যি মিরর এশিয়ার ঢাকা সংবাদদাতা সাঈদ খানকে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।