বিভিন্ন দেশে বাংলাদেশী কূটনৈতিকরা প্রশ্নের মুখে পড়ছেন

ছাত্র হত্যা, ব্যাপক ধর পাকড়, মানবাধিকার লংঘনের ঘটনায় বিদেশে বাংলাদেশী মিশনগুলোকে প্রশ্নে মুখে পড়তে হচ্ছে। পৃথিবীর বিভিন্ন  দায়িত্বে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত হাইকমিশনার কূটনীতিকরা সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র দপ্তর ও সরকারি বিভিন্ন দপ্তরে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনীতিক দ্য মিরর এশিয়াকে জানিয়েছেন, তিনি গত দশ দিমে দায়িত্বরত স্বংশ্লিষ্ট দেশে দুইবার প্রশ্নের মুখোমুখি হয়েছেন।

গত কয়েকদিন বিশ্বের প্রত্যকটি গণমাধ্যমে শিরোনাম হচ্ছে বাংলাদেশের কোটা আন্দোলন ও হত্যাযজ্ঞ।  যে কারণে ইতিমধ্যে কয়েকজন রাষ্ট্রদূত সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত দেশে প্রশ্নের মুখোমুখি হয়েছেন। অনেকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। আরো অনেককে সামনের দিনগুলোতে প্রশ্নে মুখোমুখি হতে বলে মনে করছেন।

পূর্ব এশিয়ার একটি দেশে দায়িত্বরত  একজন কূটনীতিক জানিয়েছেন, সরকারি প্রতিনিধি হিসেবে আমাদের জবাব দেয়া কঠিন হয়ে গিয়েছে। ভিন্ন একদেশের রাষ্ট্রদূত নাকি এক অনুষ্ঠানে কথা প্রসংগে বাংলাদেশের অস্থিরতার কথা উল্লেখ করেছেন। 

বাংলাদেশী কূটনৈতিকদের গত কয়েক দিনে যা ঘটেছে তার প্রভাব শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। এসব ঘটনা বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন করছে। এত করে পোশাক শিল্পের ক্ষতি হতে পারে।