বিভিন্ন স্থানে নামতে শুরু করেছে শিক্ষার্থীরা, সংখ্যায় কম

প্রেস ক্লাবের সামনে কড়া পুলিশি অবস্থান। ছবি: দ্য মিরর এশিয়া

বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে ঢাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা নামতে শুরু করেছে। গোয়েন্দা কার্যালয়ে সমন্বয়কদের অস্ত্রের মুখে জিম্মি করে কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য করার অভিযোগ এনে সোমবার সারাদেশ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। 

অধিকাংশস্থানে দুপুর ৩টা থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও মিরপুর-১০, ২, উত্তরা, ইসিবি চত্বরে শিক্ষার্থীরা উপস্থিত হতে শুরু করেছে।  তবে সংখ্যায় কম ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষকদের অবস্থান করতে দেখা গেছে। সকালে মিছিল করে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ।

এদিকে কর্মসূচিকে ঘিরে সারা ঢাকায় পুলিশি ও সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মিরপুর-১০ শিক্ষার্থীরা উপস্থতি হতে শুরু করলে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যায়। এছাড়া প্রেসক্লাবের সামনে শতাধিক পুলিশ অবস্থান নিয়েছে।

ঢাকার বাইরে রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়েছে।