উত্তরায় গণমিছিলে গুলি: একজন আহত

উত্তরায় গণ মিছিরে গুলি করেছে  আইন শৃংখলা বাহিনীর ও ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা। সারাদেশে বাদ জুমা গণমিছিলের ডাক দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে জুমার নামাজে আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। 

নামাজের পর উত্তরা মিছিল বের হলে গুলিবর্ষন করা হয়। এতে এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধও ওই শিক্ষার্থী ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের।

মিছিলে পুলিশ ও ছাত্রলীগ একসঙ্গে হামলা করে। 

আরিফা মুক্তা নামে এক পোস্ট দিয়েছে "বেশ কয়েকজন মেয়ে ১১ নং সেক্টরের ৪ নাম্বার রোডের ১৬/১৭ নাম্বার বাসায় শেল্টার নিছে। নিচে ছাত্রলীগ হুমকি দিচ্ছে দারোয়ানকে মেয়েদের নামায় দিতে না হলে বাসা শেষ করে দিবে। প্লিজ ডো সামথিং সামওয়ান । মিডিয়াকে কন্টাক্ট করারা ট্রাই করছি কারো পরিচিত থাকলে প্লিজ হেল্প আরো কিছু ছেলেমেয়ে উত্তরা মনসুর মেডিকেলে আটকা পরছে। নীচে পুলিশ ছাত্রলীগ একসাথে হামলা করতেছে"