প্রধানমন্ত্রীর সঙ্গে সেনা প্রধান দেখা করতে পারেন

সেনাবাহিনী জনসাধারনের উপর শক্তি প্রয়োগ করবে না। শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের পক্ষে মত দিয়েছে সেনাবাহিনীর কর্মকর্তারা। এছাড়া সেনা সদস্যরা ছাত্র জনতার উপর কোনো ধরনের শক্তি প্রয়োগ করবে না। গুলি করবে না পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য।

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শনিবার দুপুরে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস (মতবিনিময় সভা)  এসব সিদ্ধান্ত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় ঢাকা, মিরপুর সেনানিবাসের সকল কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান (এনডিসি, ডিএসসিএসসি, এমআইএসটি ও বিইউপি), এবং সাভার হতে সেনা কর্মকর্তারা অংশ নেন। 

বৈঠকে উপস্থিত একজন দ্য মিরর এশিয়াকে জানিয়েছে, মত বিনিময় সভায় উপস্থিত কর্মকর্তাদে মধ্যে সেনা প্রধান থেকে কর্নেল পদ মর্যাদা পর্যন্ত কর্মকর্তারার নিরপেক্ষ থাকার পক্ষে মত দেন। তবে লে. কর্নেল থেকে অন্য পর্যায়ের অফিসাররা জনসাধারণে পক্ষে অবস্থান নেওয়ার মত দেন। 

শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য সন্ধ্যায় সেনা প্রধান ওয়াকার উজ জামান গণভবনে যেতে পারেন।