জাতীয় পার্টির দুই নেতা ও ড. আসিফ নজরুলের সঙ্গে সেনা প্রধানের বৈঠক

বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের বৈঠক করছেন সেনা প্রধান  এদিকে দুপুর ৩ টায় সেনাপ্রধান ওয়াকার উজ জামান ভাষণ দেবেন। সেনা প্রধানের ভাষণ নিয়ে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। সামরিক দেশটির ক্ষমতা গ্রহণ করবে কি না তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। তবে একটি সূত্র জানিয়েছে তিনি, জাতীয় সরকার গঠনের জন্য দেশের সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাতে পারেন।

সেনা প্রধানের সঙ্গে বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু উপস্থিত আছেন।  এ বৈঠক চলছে সেনা সদর দপ্তরে। এছাড়াও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে এ বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলও অংশ নিচ্ছেন।