আগামী ২৪ ঘণ্টায় জাতীয় সরকারের রূপরেখা ও নাম প্রস্তাব করব: নাহিদ

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আগামী ২৪ ঘণ্টায় জাতীয় সরকারের রূপরেখা ও নাম প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটির অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম।

সোমবার (৫ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, এর জন্য আমরা সব সমন্বয়কের সঙ্গে আলোচনা করব। এর জন্য একটি লিয়াজোঁ কমিটি করা হতে পারে। তারা সব পক্ষের সঙ্গে আলোচনা করবেন। যাদের মাধ্যমে নতুন সরকারের রূপরেখা ও নাম ঘোষণা হবে।

নাহিদ বলেন, শুধু পদত্যাগ করলেই হবে না, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। দল-মত নির্বিশেষে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা এক হয়েছি।

তিনি আরও বলেন, ২৪ ঘণ্টার মধ্যে সব বন্দিকে মুক্তি দিতে হবে। সে পর্যন্ত ছাত্র-জনতা রাজপথে থাকবে। এই সময়ে কোনো লুটপাট, সম্পদ নষ্ট করা যাবে না।