অন্তর্বতীকালীন সরকারের প্রধান হিসাবে ড. ইউনুসের নাম প্রস্তাব করেছে বৈষম্য নিরসন ছাত্র আন্দোলন

ড. মুহাম্মদকে ইউনুসকে প্রধান করে অন্তর্বতীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের অনতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ড. ইউনুস ছাত্র জনতার এই প্রস্তাবে রাজি হয়েছেন বলে নাহিদ ইসলাম জানিয়েছেন। অন্তর্বতী সরকারের অন্যান্য সদস্যদের নাম মঙ্গলবার সকালে জানানো হবে বলে তিনি জানান।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সকালের মধ্যে অন্তর্বতীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি মুহাম্মদ শাহাবুদ্দিনের প্রতি আহ্বান জানান নাহিদ। 

তিনি বলেন, আগামীকাল (মঙ্গলবার) রাষ্ট্রপতি কর্তৃক প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা না আসা পর্যন্ত মুক্তিকামী ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে। সকলকে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জননিরাপত্তা, সংখ্যালঘু সম্প্রদায় ও রাষ্ট্রীয় সম্পদকে রক্ষার জন্য ছাত্র-জনতাকে ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে মুক্তিকামী ছাত্র-জনতা সর্বোচ্চ সহযোগিতা করবে বাংলাদেশ ও ছাত্র-জনতার অভ্যুত্থানকে রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।