নিরাপত্তাহীনতার গুজবে সচিবালয় ছাড়লেন কর্মকর্তা-কর্মচারীরা

আন্তঃবাহিনী জনসংযোগ মহাপরিদপ্তরের (আইএসপিআর) নির্দেশনা মেনে সকালে কিছু সরকারি কর্মকর্তা সচিবালয়ে আসলেও ঘন্টা খানেকের মধ্যে তারা হুড়মুড় করে বেরিয়ে যেতে থাকেন।

মঙ্গলবার বেলা ১১টার পর থেকে এই দৃশ্যের অবতারণা ঘটে। এ সময় সচিবালয়ের ভেতর তীব্র যানজট সৃষ্টি হয়।

সকাল থেকে সচিবালয় প্রবেশের ক্ষেত্রে ছিল না কোনো নিরাপত্তা তল্লাশি। সকালে তড়িৎ গতিতে বেরিয়ে যাওয়া কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, শুনেছি ওইদিকে আগুন লেগেছে, আমি আগুন দেখিনি।

তিনি আরো বলেন, সাবেক সরকারের বিরোধীরা আমাদের ওপর চড়াও হলে আমরা বেকায়দার পড়ে যাব। এজন্যই আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি।

জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক সিনিয়র কর্মকর্তাই আসেননি। আমরা এসেছিলাম। কিন্তু এখানে কোন ধরনের সিকিউরিটি সিস্টেম নেই। অনেকে পরামর্শ দিচ্ছেন বেরিয়ে যাওয়ার জন্য, তাই বেরিয়ে যাচ্ছি।

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাইরে অন্য একটা দপ্তরে আমার জরুরি কাজ আছে। তাই সেদিকে যাচ্ছি, পরে কথা বলছি।