ড. ইউনূসই হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান

ফাইল ছবি

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনায় বসে এই প্রস্তাব করেছেন।

এর আগে, ড. ইউনূস গণমাধ্যমকে জানান, ছাত্রদের আহ্বানে সাড়া দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে রাজি আছেন তিনি। ফ্রান্স থেকে ফেরার পর নতুন সরকারপ্রধান হিসেবে শপথ নেবেন তিনি।

গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। দফায় দফায় বৈঠক করেও অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ঠিক করতে পারেননি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গত সোমবার রাতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি ও তিনবাহিনীর প্রধানরা। আজ মঙ্গলবার রাতে ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন রাষ্ট্রপতি।