২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, যেসব পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত বা সহিংসতাপূর্ণ পরিস্থিতিতে কর্মস্থল থেকে পালিয়ে গেছেন তাদের ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দিতে হবে।

বুধবার (৭ আগস্ট) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে আইজিপি এ নির্দেশ দেন।

তিনি বলেন, ‘আগামী বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। আমরা অলস বসে নেই, আমরা কাজ করছি। সহিংসতায় আমাদের অনেকেই নিহত ও আহত হয়েছেন।’

পুলিশকে আরও জনবান্ধব করতে নানা উদ্যোগ নেওয়ারও অঙ্গীকার করেন তিনি।

তিনি মন্তব্য করেন, অপেশাদার ও উচ্চাভিলাষী' কর্মকর্তাদের আইন অনুসরণ না করা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে তাদের অনেক সহকর্মী নিহত ও আহত হয়েছেন।

তিনি সব পুলিশ কর্মকর্তার জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, রাজারবাগের সদর দপ্তর, সব মেট্রোপলিটন এলাকা ও সব জেলা থেকে সবাইকে আগামীকাল সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে হবে।