শ্রম আইন লঙ্ঘনের মামলায় খালাস পেলেন ড. ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বেকসুর খালাস দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। পাশাপাশি গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তাকেও খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।

শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার একদিন আগে বুধবার (৭ আগস্ট) শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ আউয়াল এ রায় দেন।

খালাস পাওয়া বাকিরা হলেন- গ্রামীণ টেলিকমের পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও এম শাহজাহান।

এর আগে, ২০২৪ সালের ১ জানুয়ারি ঢাকার শ্রম আদালত-৩ প্রফেসর ইউনূস, আশরাফুল হাসান, এম শাহজাহান ও নূরজাহান বেগমকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে ছয়মাস করে কারাদণ্ড দেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

তারপর, শ্রম আদালতের সাজার বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন অধ্যাপক ইউনূস ও তার সহকর্মীরা।

প্রসঙ্গত, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতের শ্রম পরিদর্শক (সাধারণ) এস এম আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।