ঢাকায় ফিরলেন ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকায় ফিরেছেন। 

আজ বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটের দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস আজ রাত আটটার দিকে দেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নিতে পারেন। 

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাতে সম্মতি দেন।

দেশের পরিস্থিতি যখন টালমাটাল, অলিম্পিকের আনুষ্ঠানিকতায় যোগ দিতে অধ্যাপক ইউনূস ছিলেন প্যারিসে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে বাংলাদেশ সময় বুধবার রাতে প্যারিস থেকে দেশের পথে রওনা হন তিনি।

সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান রবিবার বলেছেন, এ সরকারের উপদেষ্টা হতে পারে ১৫ জনের মত।

বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানিয়েছেন তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ অন্য সমন্বয়কেরা। 

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের অধ্যাপক আসিফ নজরুল, নির্বাচন পর্যবেক্ষণকারী ও ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।