আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা প্রধান কাজ: আসিফ নজরুল

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা প্রধান কাজ: আসিফ নজরুল

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা নতুন সরকারের প্রধান কাজ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ শেষে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, প্রধান কাজ হচ্ছে ল এন্ড অর্ডার সিচুয়েশন ইম্প্রুভ করা।

তিনি আরও বলেন, দেশে স্বৈরাচার তো পতন হয়েছে। এখন অনেকগুলো রিফর্ম করতে হবে। রিফর্ম করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া। 

বৈষম্যবিরোধী আন্দোলনের বিষয়ে আসিফ নজরুল বলেন, যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে তার বিচার করা। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা।