১৭ দিন পরই পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক

ফাইল ছবি

বাংলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী পদত্যাগ করেছেন।

শনিবার (১০ আগস্ট) বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপ-পরিচালক নার্গিস সানজিদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

চলতি বছরের ২৪ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন হারুন-উর-রশীদ। দায়িত্ব গ্রহণের মাত্র ১৭ দিনের মাথায় পদত্যাগ করলেন তিনি।

হারুন-উর-রশিদ আসকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৫ সালে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। পরে উপযাচার্যের দায়িত্ব পালন করেন।