চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, আরব আমিরাতে ৫৭ শ্রমিকের মুক্তিতে কূটনৈতিক উদ্যোগ

সরকারের সব ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করাসহ সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৫৭ জনকে বাংলাদেশের শ্রমিকদের মুক্ত করার বিষয়ে সচিবদের বৈঠকে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার সিদ্বান্ত হয়েছে।

শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

দেশের ১৮ জন সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এদের সবার চুক্তি বাতিল করা হবে। ইতোমধ্যে মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মানিকের চুক্তি বাতিল করা হয়েছে।

এদিকে, গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতের সড়কে জড়ো হয়ে কিছু বাংলাদেশি কর্মী বিক্ষোভ করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে দেশটি বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করেছে মর্মে খবর চাউর হয়। সেইসঙ্গে ৫৭ জনকে সাজা দেওয়ার খবরও প্রচার হয়। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

প্রবাসী ওই বাংলাদেশিরা ১৯ জুলাই আরব আমিরাতের কয়েকটি রাস্তায় জড়ো হন এবং মিছিল করেন। সেই দেশে অনুমতি ছাড়া আন্দোলন ও মিছিল করা বেআইনি। দ্রুত তদন্তের মাধ্যমে তাদের বিচার করা হয়েছে। সাজা ভোগ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে।