সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার

বাঁ থেকে সালমান এফ রহমান ও আনিসুল হক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বেসরকারি উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান।

তিনি জানান, ঢাকার নিউমার্কেট থানায় করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। তারপর থেকে পলাতক ছিলেন আনিসুল হক ও সালমান এফ রহমান। তারাও ভারত পালানোর সময় গ্রেপ্তার হন বলে সূত্র জানায়।