১৫ আগস্টের ছুটি বাতিল
জাতীয় শোক দিবস ১৫ আগস্টের ছুটি বাতিল করেছে সরকার। আজ মঙ্গলবার সরকারের উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগে গভর্নর পদে থাকার সর্বোচ্চ সীমা ছিল ৬৭ বছর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আর এই বয়সসীমা থাকল না।